খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ গত ৪ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে অনলাইনে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ করা যাবে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ৩ অক্টোবর প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন করে, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগ এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন করে, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগ এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন করে ভর্তি করা হবে। পাশাপাশি সংরক্ষিত ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির যোগ্যতাঃ
১. প্রার্থীকে ২০১৯ ইং সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০১৮ ইং সালের নভেম্বরের পরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
২. প্রার্থীকে বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতূল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৩. প্রার্থীকে বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/ আলীম/ সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এ চার বিষয় মিলে কমপক্ষে মোট জিপি ১৮(আঠারো) অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয় সমূহে কমপক্ষে সমতূল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীব বিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে।
৪. প্রার্থী GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীব বিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নম্বরঃ
২০১৯ইং সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচী ছিল প্রধানতঃ তার উপর এবং Functional English- এর উপর ভিত্তি করে ৩ ঘন্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। উল্লেখ্য, প্রথম বর্ষ বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
বিষয় ভিত্তিক প্রশ্ন সংখ্যা ও নম্বরের বিবরণ নিম্নরুপঃ
বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর |
গণিত | ১৫ | ১৫০ |
পদার্থবিদ্যা | ১৫ | ১৫০ |
রসায়ন | ১৫ | ১৫০ |
ইংরেজি | ১০ | ৫০ |
ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী কুয়েট-এর অফিসিয়াল ওয়েবসাইট এ পাওয়া যাবে। অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে কোন সমস্যা হলে 01799-273655 নম্বরে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে [email protected] তে E-mail করা যেতে পারে।
Discussion about this post